চাঁদপুর জেলার হাইমচরে ধাওয়া-পাল্টা ধাওয়া হাইমচরে স্কুল শিক্ষার্থীদের তৈরি ‘পদ্মাসেতু’র ওপর দিয়ে হাঁটার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সমর্থকরা তার পক্ষে মানববন্ধনের প্রস্তুতি নেয়।
এ সময় আওয়ামী লীগের একাংশ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উপজেলা আওয়ামী লীগের অফিসে হামলা চালানো হয় বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাইমচর থানা রোডে মানববন্ধন করতে রওয়ানা হন নূর হোসেন পাটওয়ারীর সমর্থকরা।
এ সময় পথে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান মিয়া তাদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে কিছু লোক লাঠিসোটা নিয়ে এগিয়ে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নূর হোসেন সমর্থকরা উপজেলা সদরের আওয়ামী লীগ অফিসের সামনে এসে অবস্থান নেন।
কিছুক্ষণ পর ওই পক্ষ সেখানে গিয়ে তাদের ধাওয়া দেয়, পরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
এক পর্যায়ে নূর হোসেন পাটওয়ারীর সমর্থকরা আওয়ামী লীগ অফিস ছেড়ে যেতে বাধ্য হন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
এ সময় আওয়ামী লীগের একাংশসহ স্থানীয় প্রতিবাদীদের একটি দল অফিসে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইমচর থানার এসআই নূর মিয়া জানান, দু’পক্ষের মধ্যে পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল।;
তবে ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ১২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ