Home / উপজেলা সংবাদ / কচুয়া / রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ডে পেলেন কচুয়ার জাহিদ
স্কাউট

রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ডে পেলেন কচুয়ার জাহিদ

চাঁদপুরের কচুয়া উপজেলার বুরগী গ্রামের সন্তান জাহিদুল ইসলাম বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান মহামান্য রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ড—অর্জন করেছে। বুরগী গ্রামে ইতিহাসে প্রথম কোনো শিক্ষার্থী রাষ্ট্রপতির সম্মাননা অর্জন করায় এলাকাবাসীর মাঝে আনন্দ বন্যা দেখা দিয়েছে।

শিক্ষার্থী জাহিদুল ইসলাম ২০২৩ সালে রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ড আবেদন করে ৬ ডিসেম্বর অ্যাওয়ার্ড লাভ করেন। তার বাবা শাহজান মিয়া এবং মা জেরিন আক্তার। স্কাউটসে তিনি দায়িত্ব পালন করেছেন সিনিয়র উপদল নেতা হিসেবে। নেতৃত্বগুণ, শৃঙ্খলা, মানবসেবা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি স্কাউট নেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছেন।

শিক্ষাজীবনেও সমান সাফল্য দেখিয়েছেন তিনি। ২০২৪ সালে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। শিক্ষা ও স্কাউটিং—উভয় ক্ষেত্রের ধারাবাহিক সাফল্য তাকে তার সমবয়সীদের কাছে অনুসরণীয় করে তুলেছে।

রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে আবেগঘন কণ্ঠে জাহিদুল ইসলাম বলেন, “আমি রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে অত্যন্ত আনন্দিত। এই অর্জন আমার জীবনে নতুন দিগন্ত যোগ করেছে। অনেক পরিশ্রম ও কষ্টের ফল এটি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ ডিসেম্বর ২০২৫