ত্রিদেশীয় সিরিজে সতীর্থদের ওপর পুরোপুরি আস্থা আছে। আমরা যেটা মাঠে চাচ্ছি, সেটার ৭০-৮০ ভাগ দিতে পারলেই হবে বলে জানান মাশরাফি বিন মর্তুজা।
রোববার সকালে মিরপুরে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।
এসময় তিনি আরো বলেন, ‘আমাদের পেস বোলারদের ওপর সবসময় একটি আস্থা আছে। তবে আগে কন্সেন্টেন্সি ছিল না। সামনে থেকে কন্সেন্টেন্সি আবার ফিরে আসবে। একটা খারাপ যেতেই পারে সেটা না ধরে আমরা পজেটিভভাবে নেই।’
সৌম্য তাসকিনের টিমের বাইরে যাওয়া নিয়ে মাশরাফি বলেন, ‘আমার সৌম্য ও তাসকিনের জন্য খারাপ লাগছে। তবে এটাও বলবো টিমের জন্য খেলতে না পারায় তারা আজকে টিমের বাইরে। কিন্তু সৌম্যকে আমি স্যালুট জানাই কারণ, সে কঠিন সময়েও টিমের জন্য খেলেছে।
ঘরের মাটিতে গেলো কয়েক বছর দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। যদিও দীর্ঘ সময় দেশের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলা হয়নি মাশরাফিদের। তবুও ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে শুভ সূচনা করতে চায় খালেদ মাহমুদ সুজনের দল। দীর্ঘদিন পর একাদশে ফিরতে পারেন এনামুল হক বিজয় ও আবুল হাসান রাজু। এছাড়া, ওয়ান ডাউনে ব্যাটিং করবেন সাকিব আল হাসান।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮, রোববার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur