সৌন্দর্য বর্ধনে চাঁদপুর হাসপাতালের আঙিনায় ফুলবাগিচা

আড়াই শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তৈরি করা হচ্ছে বাহারী ফুলের বাগান।

গত কয়েকদিন ধরে হাসপাতালের জরুরী বিভাগের দুপাশে এবং দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডের সামনে থাকা ছাউনির ছাদের খালি জয়গায় এ ফুলের বাগান তৈরি করতে দেখা গেছে। সেখানে ড্রামে মাটি ভর্তি করে এবং জরুরী বিভাগের পাশে থাকা খালি জায়গায় বাহারী প্রজাতির ফুল গাছ রোপন করতে দেখা যায়।

হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহমুবুর রহমান ও সহকারী পরিচালক ডাঃ সাজেদা পলিনের সমন্বয়ে হাসপাতালের সামনের পরিবেশ সুন্দর রাখতে এবং সৌন্দর্য বর্ধনে এমন ফুলবাগিচা তৈরির এমন উদ্যোগ নেয়া হয়।

১৬ মে সোমবার দুপুরে তারা তৈরিকৃত ফুলের বাগান পরিদর্শন করেন। এসময় জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম উপস্থিত ছিলেন।

প্রতিবেদন ও ছবি: কবির হোসেন মিজি

Share