হাজীগঞ্জ

সৌদিত চাঁদপুরের নারী হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে মৃত্যুবরণ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হজযাত্রী নুরজাহান বেগম (৬১)। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে সোমবার (৬ আগষ্ট) পবিত্র মক্কায় বাদশাহ ফয়সাল হাসপাতালে ইন্তেকাল করেন।

তার পিলগ্রিম আইডি নাম্বার- ১০৮৩১৫৫, পাসর্পোট নাম্বার ইছ ০৬৫৮৯০১। তিনি হাজিগঞ্জ উপজেলার উত্তর অলিপুর গ্রামের উত্তর হাজী বাড়ীর বাসিন্দা ।

বুধবার (৮ আগষ্ট) পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের সবশেষ তথ্য অনুযায়ী চলতি হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে আসা সর্বমোট ২৫ জন হজযাত্রী বার্ধক্য, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও শ্বাসকষ্ট জনিত রোগে মৃত্যুবরণ করেছেন ।

এদের মধ্যে ২০ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন। পবিত্র মক্কায় ২২, মদিনায় ২ এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন ।

হজ মিশনের বুলেটিনে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৪২; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৪৭ মোট ২৮৯ টি ফ্লাইটে সৌদিতে আগত সর্বমোট হজযাত্রী ৯৭,৯১১ জন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬,০০৮ জন (৮৮.৩৮%); বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯১,৯০৩ জন (৭৬.৫৯%) । সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২০ টি (ব্যবস্থাপনা ভিসাসহ) ।

প্রতিবেদক : সাগর চৌধুরী, সৌদি আরব

Share