ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। হুতিদের দাবি, শুক্রবার সৌদি সীমান্তের কাছে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক। (খবর যুগান্তর)
হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টুইট বার্তায় বলেন, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট মারা গেছে। হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, হেলিকপ্টারটি আগুনে ভস্ম হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চার বছর ধরে হুতিদের সঙ্গে সৌদিজোটের যুদ্ধ চলে আসছে।
বার্তা কক্ষ,২৯ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur