মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সৌদি বাদশাহ দেড় কোটি মার্কিন ডলার মানবিক সহায়তা দেবে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এখবর জানায়। এটি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণর্থীদের জন্যে সৌদি আরবের পক্ষ থেকে সহায়তার প্রথম ঘোষণা।
বার্তা সংস্থা জানায়, খাদেমুল হারমাইন বাদশা সালমান বিন আবদুল আজিজ ‘গণহত্যা ও নির্যাতনের কারণে’মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেড় কোটি মার্কিন ডলার বরাদ্দের আদেশ দিয়েছেন।
এদিকে সৌদি গেজেট এর অনলাইন সংস্করণে জানায়,কিং সালমান সেন্টার পর রিলিফ আ্যান্ড হিউম্যানিটারয়িান ওয়ার্কের জেনারেল সুপারভাইজার ড.আব্দুল্লাহ আল-রাবিয়া এ ঘোষণা দেন। (বাসস)
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৯:১০ পিএম,২০ সেপ্টেম্বর,২০১৭,বুধবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur