সৌদি আরবের সাবেক অর্থমন্ত্রী ও প্রিন্স নওয়াফ বিন আব্দুল আজিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খবর সৌদি গেজেটের।
বিবৃতিতে বলা হয়েছে, বুধবার এশার নামাযের পর সৌদি গ্রান্ড মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর মক্কায় তাকে দাফন করা হবে।
প্রিন্স নওয়াফ ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। সৌদি বাদশাহ আব্দুল আজিজের ২২ তম ছেলে ছিলেন তিনি। মৃত্যুকালে পাঁচ সন্তান রেখে রেখে গেছেন নওয়াফ।
১৯৬১ সালে তাকে দেশটির অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সৌদি গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।
|| আপডেট: ০৮:৫৫ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০১৫, বুধবারচাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur