বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দীর্ঘদিন পর সৌদি আরবের জেদ্দায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থানীয় একটি হলে গত ২৩ মে অনুষ্ঠিত হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে এশিয়াসহ বহির্বিশ্বে ছড়িয়ে থাকা দেশপ্রেমিক বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির সম্মেলন-২০১৬ শুরু হয়।
পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিবের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সৌদিআরব বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান।
সম্মেলনে কাউন্সিলারদের কন্ঠ ভোটে আগামী দুই বছরের জন্য আহমদ আলী মুকিব সভাপতি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রধান উপদেষ্টা আব্দুর রহমানকে নির্বাচিত করা হয়।
এ সময় পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকা শেখ হাসিনা গণতন্ত্রকে হরণ করছেন। ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় সবাই দেশপ্রেমিক হয়ে উঠতে হবে।’
সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১২:৪০ এএম, ২৫ মে ২০১৬, বুধবার
ডিএইচ