প্রবাস

সৌদি দূতাবাসে আলোকচিত্র প্রদর্শনীতে প্রবাসীদের ভিড়

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী চলছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে শুরু হয়ে স্বাধীনতার মাসে, এখনো বিভিন্ন পেশার প্রবাসীরা প্রতিদিন এটি দেখছেন।

দূতাবাসের সহযোগিতায় এই প্রদর্শনী আয়োজন করেছে রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

দূতাবাসে প্রতিদিন কনস্যুলার সেবা নিতে এসে শত শত প্রবাসীরা বঙ্গবন্ধুর ছবিগুলি বিপুল আগ্রহ নিয়ে দেখছেন জানিয়ে রাষ্ট্রদূত গোলাম মসিহ বললেন, এই ছবিগুলি বাঙালির জাতীয় ইতিহাস। দূতাবাসে এ ধরনের ইতিহাস আগে কখনোও প্রদর্শিত হয়নি।

প্রদর্শিত ছবিগুলি ঘুরে দেখে দূতাবাসের ডিসিএম ড. মো. নজরুল ইসলাম আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এমআরএইচ ভূইয়াকে ধন্যবাদ জানান। এ সময় ইকনমি কাউন্সেলর ড. মো. আবুল হাসান, দূতাবাসের কার্য্যালয় প্রধান মনিরুল ইসলাম তাঁর সঙ্গে ছিলেন। এ ধরনের আয়োজনের ফলে সৌদি প্রবাসীরা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে সহজেই ধারণা করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।

রিয়াদ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাইয়ুম বলেছন, ‘সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এ ধরনের আয়োজন গত চল্লিশ বছরে এটাই প্রথম। বিভিন্ন পেশার প্রবাসীরা বঙ্গবন্ধুর উপর এ ধরনের ছবি প্রদর্শন বিষয়টি আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।’

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ০৩ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share