সৌদি আরবে আটকা পড়া ওমরাহ যাত্রীসহ ৩৬৬ বাংলাদেশি দেশে ফিরছেন। ১৫ এপ্রিল বুধবার রাত ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
সূত্র জানায়, দেশে ফেরা ৩৬৬ জন বাংলাদেশির মধ্যে জেদ্দার ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন কর্মী ও ১৩২ জন ওমরাহযাত্রী রয়েছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, ফ্লাইটটি বিকেলে সাড়ে ৪টায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু এখন রাত ৯টার দিকে পৌঁছাবে বলে জানা গেছে।
ঢাকা ব্যুরো চীফ,১৫ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur