করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য আজও কারওয়ান বাজারে ভিড় করেছেন। এদিকে ছুটির দিনেও যাত্রীদের চাপ সামলাতে টিকিট দিচ্ছেন সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
আজ শনিবার টিকিট প্রত্যাশী পুরুষ ও নারী যাত্রীদের ভিড় গত কয়েকদিনের তুলনায় বেশি দেখা যায়।
সকাল থেকেই হোটেল সোনারগাঁওয়ে টিকিটের জন্য দুই ভাগে বিভক্ত হয়ে লাইন ধরেছেন যাত্রীরা।
গতকাল শুক্রবার যাদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে, তারাই শনিবার টিকিট নিতে এসেছেন। সকাল সোয়া ১০টায় টিকিট রি-ইস্যু শুরু করে সৌদি এয়ারলাইন্স।
যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে এয়ারলাইন্সটি।
ভিসা জটিলতার আশঙ্কায় গত ৪ অক্টোবর টোকেনের দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে।
বার্তাক্ষ,১০অক্টোবর,২০২০;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur