Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / সৌদি আরবে ৭দিন ধরে নিখোঁজ মতলবের শিহাদ
সৌদি আরবে

সৌদি আরবে ৭দিন ধরে নিখোঁজ মতলবের শিহাদ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মান্দারতলী গ্রামের ২২ বছর বয়সী প্রবাসী মোঃ শিহাদ হোসেন সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন।

পরিবারের তথ্য অনুযায়ী, দেড় বছর আগে জীবিকার তাগিদে সৌদিতে যান শিহাদ। তিনি রিয়াদের আজিজিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং ট্যাক্সি চালিয়ে মাসে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করতেন।

গত রোববার গভীর রাতে শিহাদের মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলকারীর পরিচয় পুলিশ হিসেবে দেওয়া হয় এবং তাঁকে জরুরি অবস্থায় বাসার সামনে যেতে বলা হয়। এরপর থেকে শিহাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ রয়েছে।

শিহাদের বাবা, যিনি নিজেও সৌদিপ্রবাসী, স্থানীয় পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবার আশঙ্কা করছে, দুর্বৃত্তরা শিহাদকে হত্যা বা অপহরণের শিকার করেছে।

শিহাদের খালাতো ভাই মোঃ হাবিব জানিয়েছেন, শিহাদ একই বাসায় কয়েকজনের সঙ্গে থাকতেন। তবে আর্থিক দ্বন্দ্ব ও শত্রুতা তৈরি হওয়ায় তার প্রতি হুমকি দেওয়া হয়েছিল। শিহাদ বিষয়টি পরিবারকে জানিয়ে ছিলেন।

নিজস্ব প্রতিবেদক/
২৬ জানুয়ারি ২০২৬