সৌদি আরবের জিজান শহরে বোমা হামলায় আহত বাংলাদেশী শ্রমিক অহিদ মিয়া (৪৯) হাসপাতালে চিকিৎসাধীন থাকার টানা ৮দিন পর মারা গেছেন। অহিদ মিয়ার মারা যাওয়ার ঘটনায় চাঁদপুরের কচুয়ার বরুচর গ্রামে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে।
জানা গেছে, উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের বরুচর গ্রামের অধিবাসী, অহিদ মিয়া দীর্ঘ ১২ বছর প্রবাসে ছিলেন। দেশে ছুটিতে এসে দু’মাস পূর্বে সৌদি আরব যান।
নিহতের স্ত্রী পারুল বেগম জানান, গত ৩১ ডিসেম্বর সৌদি আরবের জিজান শহরে তার স্বামীর কফিলের বাড়িতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বোমা হামলা হয়। এতে অহিদ মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি গত শুক্রবার মারা যান। বর্তমানে তার মরদেহ জিজান শহরের বাদশা ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এদিকে নিহত অহিদ মিয়ার লাশ ফিরে তা পেতে অপেক্ষায় রয়েছে বৃদ্ধ মা ও স্ত্রী, সন্তানরা। অহিদ মিয়ার লাশ ফিরে পেতে তারা বাংলাদেশ সরকার ও সৌদি দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৮:০০ পিএম, ১১ জানুয়ারি ২০১৬, সোমবার
এমআরআর