দুই সড়কের মাঝে গাছের সারি। আর সেই গাছগুলোর ডালের সঙ্গে বাধা নতুন কম্বল। শীতে গরিব দুঃস্থদের কষ্ট কমাতে এভাবেই কম্বল রাখা হয়েছে। ঘটনাটি সৌদি আরবের রাজধানী রিয়াদে আল-রাইয়ান জেলায়।
সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, এ বছর সৌদি আরবে তীব্র শীতের আভাস দিয়েছে আবহাওয়াবিদরা। আর এ জন্যই গরিব দুঃস্থদের জন্য রিয়াদের কয়েকটি সড়কে গাছের সঙ্গে কম্বল ঝুলিয়ে রাখা হয়েছে। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সুলতান আল-মুসা নামে এক যুবক কম্বল ঝুলনো আছে এমন কয়েকটি ছবি তাঁর টুইটারে দেন। ওই যুবক লিখেছেন, এই ভালো উদ্যোগ যাতে অন্যদেরও অনুপ্রাণিত করে এজন্য সে ভিডিওটি পোস্ট করেছেন। অনেকেই এই ভলো উদ্যোগকে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়েছেন।
যদিও রিয়াদের অনেকেই এটির বিরোধিতা করেছেন।তাঁরা মনে করছেন, সৌদি আরবের আল –ওউদ, আল- বাথা ও মানফুহা এসব দরিদ্র অঞ্চলে এর প্রভাব পড়বে।
রিয়াদের একজন বাসিন্দা বলেন, এই উদ্যোগটি অবশ্যই মনে রাখার মতো। তবে আল রাইয়ানে মধ্যবিত্ত লোকজন বেশি বসবাস করে। তাই গাছে কম্বল ঝুলিয়ে রাখা মোটেই আনন্দের কিছু না।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪:২৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭, সোমবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur