আন্তর্জাতিক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ রোববার

সৌদি আরবের আকাশে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সৌদিসহ মধ্যপ্রাচের অন্যান্য দেশে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে রোববার।

দুবাইভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া ইংরেজি সংস্করণের এক প্রতিবেদনে শনিবার সন্ধ্যায় এ খবর দিয়েছে।

শনিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার পর সৌদি আরবের সুপ্রীম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সী ঈদ উদযাপনের খবরটি সর্বপ্রথম প্রকাশ করে। রিয়াদের ধিরায় জাতীয় মসজিদে সর্বপ্রথম ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখ। ঈদ উপলক্ষে সৌদি আরবের প্রধান প্রধান সড়কগুলো নানারকম ব্যানার ফেস্টুন ও নিয়ন আলোয় ছেয়ে গেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে। আজ সোমবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত বুধবারে ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে।

সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

এছাড়া উত্তর আফ্রিকান দেশসমূহ – লিবিয়া, লেবানন, মরোক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, সিঙ্গাপুরও রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।

এদিকে সৌদি আরবে শনিবার চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে সোমবারে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। তবে এর কিছু ব্যতিক্রমও হয়।

আগের দেওয়া ঘোষণা অনুসারে, শনিবার সন্ধ্যায় সৌদি আরবে বৈঠকে বসে দেশটির শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটি। এ বৈঠকের বিষয়ে শুক্রবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করে।

এক মাসের রোজা পালনের পরে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ০৫ পিএম, ২৪ জুন ২০১৭, শনিবার strong>
ডিএইচ

Share