সৌদি আরবে অনলাইনে বিশেষ অ্যাপের মাধ্যমে ১৫ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই অ্যাপটি ৬ লাখ মানুষ ডাউনলোড করে নিজেরাই করোনা শনাক্তের তথ্য ওই অ্যাপটির মাধ্যমে সরকারকে জানান। খবর আরব নিউজের।
এতে নতুন করে ১৫ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আবেদ আল-আলী সবাইকে স্বেচ্ছায় অ্যাপটির মাধ্যমে নিজেদের স্বাস্থ্যবিষয়ক তথ্য সরকারকে জানাতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
অ্যাপের মাধ্যমে শনাক্ত ওই ১৫ হাজার রোগীকে আবার নতুন করে পরীক্ষা করবে সরকার। এ জন্য দেশটির ২৬৮টি ল্যাব প্রস্তুত আছে বলেও জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
সৌদিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১৬ হাজার ২৯৯ জন এবং মারা গেছে ১৩৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৯৭ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৯ জন। নতুন আক্রান্ত ৭৮ শতাংশই বিদেশি এবং তাদের মধ্যে প্রবাসী শ্রমিকই বেশি।
অ্যাপের মাধ্যমে শনাক্ত হওয়াদের নতুন করে ল্যাবে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হলে তা কোভিড ১৯-এর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
বার্তা কক্ষ,২৬ এপ্রিল ২০২০