স্বপরিবারে পবিত্র ওমরাহ পালন শেষে রিয়াদ ফেরার পথে তায়েফ থেকে ১৫০ কি:মি: দূরে রিয়াদ-মক্কা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের ৪ জন নিহত, ৩ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকালে মক্কা থেকে ছেড়ে আসা গাড়ীটি একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৌদিতে আব্বাস আলীর প্রতিবেশী চাঁদপুরের কামরুজ্জামান।
নিহতেরা হলেন, যশোর জেলার কেশবপুর, ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন(৩৯) তার স্ত্রী রেহানা ফারবীন (৩২) আব্বাস আলীর ভাগিনা সাইফুল ইস্লামের স্ত্রী (৩৫) সাইফুলের ছেলে (২০) । আহতরা হলেন আব্বাস আলীর মেয়ে প্রীতি আব্বাস (১০) সাইফুল ইসলাম (৪৫) ও তার মেয়ে (১৫)। আহতদের ৩জন তায়েফ হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
এই সংবাদ লেখা পর্যন্ত সৌদি আরবস্হ বাংলাদেশ দূতাবাসের বক্তব্য পাওয়া যায়নি ।
নিহত আব্বাস উদ্দিন ও সাইফুল ইসলাম রিয়াদের হাউজ পেইন্ট নামক কোম্পানীতে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, আব্বাস আলী ও সাইফুল ইসলামের পরিবার ২ সাপ্তাহ আগে ভিজিট ভিসায় বাংলাদেশ বিমানের একই ফ্লাইটে সৌদি আরবে আসেন।
সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট