সৌদি আরবের রিয়াদে মো. ফারুক খান (৪৬) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদখার বাজারের প্রতিষ্ঠাতা প্রয়াত চাঁদ খার ছেলে।
৭ এপ্রিল বুধবার সকাল ১০ টার দিকে আশিকাটি চাঁদখার বাজারের মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
৬ এপ্রিল মঙ্গলবার রাত ১১ টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ দেশে আনা হয়।
নিহতের মেঝ ভাই চাঁদখার বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো.শাহাদাত হোসেন খান জানান, ভাই ২৫ মার্চ বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে কথা বলে কাজের জন্য বাসা থেকে বের হন। সন্ধ্যায় সৌদি আরব থেকে মোবাইল ফোনে শুনতে পাই সড়ক দুর্ঘটনায় আমার ভাই মারা গেছে। ফারুকের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ফারুক খানের ছেলে রিয়াদ খান চাঁদপুর টাইমসকে জানান, তার বাবার লাশ মঙ্গলবার দেশে আনা হয়। বুধবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের আশিকাটি চাঁদখার বাজারের প্রতিষ্ঠাতা মরহুম চাঁদ খা এর তৃতীয় ছেলে রেমিট্যান্স যোদ্ধা মোঃ ফারুক খান সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে ২৫ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় সড়ক দূর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৭ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur