সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টিপু মিয়া (২৪) নামে চাঁদপুরের কচুয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ১৪ নভেম্বরর সোমবার স্থানীয় সন্ধ্যায় সাড়ে ছয়টার সময় দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনা টিপু মিয়া ঘটনাস্থলে মারা যান তিনি ।
নিহত টিপু মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের টেলি গ্রামের বাবুল ফকিরের ছেলে। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নিহতের বাবা বাবুল ফকির ও ভগ্নিপতি সাইফুল ইসলাম।
নিহত টিপু মিয়ার ভগ্নিপতি সাইফুল ইসলাম বলেন, নিহত টিপু মিয়া গত ৩ বছর পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান। এদিকে সৌদি আরবের রিয়াদে টিপু মিয়া ও তার বাবা বাবুল ফকির এক সাথে কাজ করতেন । বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় রিয়াদের একটি হোটেল থেকে টিপু মিয়া নাস্তা আনতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। তার মৃত্যুতে এলাকার শোকের মাতম বইছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur