সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আরিফুল ইসলাম আরিফ (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রিয়াদ শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হাজি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামের হাজি বাড়ির মৃত মোবারক হোসেনের ছেলে। তাঁর ইকামা না থাকায় লাশ দেশে আনতে সরকারের সহায়তা চান তার পরিবার।
নিহতের পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন রিয়াদ শহরে চাকরি করতেন। সেখানে আরিফ হাজি নামে পরিচিত। রবিবার মাগরিবের নামাজ পড়ে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে আকরাম মামুন জানান, প্রায় এক মাস আগে তাঁর বাবার ইকামার (কাজের অনুমতিপত্র) শেষ হয়ে যাওয়ায় তিনি সেখানে অবৈধ ছিলেন। এর মধ্যে তিনি ইকামার জন্য কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু রবিবার মাগরিবের নামাজ পড়ে বাসায় ফেরার পথে তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান।
তিনি আরো বলেন, ইকামার মেয়াদ না থাকায় বাবার মরদেহ দেশে আনা অনেকটা অসম্ভব। সম্ভব না হলে সেখানেই বাবাকে দাফন করা হবে।
স্টাফ করেসপন্ডেট, ২৪ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur