সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোক্তার হোসেন মিজি (৪০) নামে ফরিদগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। ৮ ডিসেম্বর রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টার সময় মদীনার আলুলাতে তিনি এ সড়ক দুর্ঘটনার শিকার হন। নিহত মোক্তার উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের মৃত আলী আকবর ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভাগ্যান্বেষণে ২০০৪ সালে মামার হাত ধরে সৌদি আরবে যান মোক্তার আহমদ। সময়ের ব্যবধানে নিজেই সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। রোববার তিন জন ওমরাহ যাত্রীকে নিজের প্রাইভেট কারে করে আলুলা থেকে মদীনা এয়ারপোর্টে এগিয়ে দিতে যাচ্ছিলেন। এ সময় তিনি নিজেই কার ড্রাইভিং করছিলেন। আলুলা এলাকা পার হওয়ার আগেই একটি লরি পেছন থেকে ধাক্কা দিলে তার গাড়িটি বেশ কয়েকটি পল্টি খায়। ভেতরে থাকা যাত্রীরা সে সময় জ্ঞান হারিয়ে ফেলেন। কারটি থামলে তাতে আগুণ ধরতে শুরু করে। এ র্দূঘটনাটি দেখে কয়েকজন পাকিস্তানি যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। তারা গাড়ির ভেতরে থাকা তিন জন যাত্রীকে উদ্ধার করতে সমর্থ হন। ড্রাইভিং সিটে থাকা মোক্তারকে উদ্ধারের আগেই গাড়িটি দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। গাড়িসহ সম্পূর্ণ ভস্মীভূত হন হন মোক্তার।
এদিকে জ্ঞান হারানোর পূর্বে নিজের ফোনটি বাইরে ছুড়ে মারতে সক্ষম হন মোক্তার। উদ্ধারকারী পাকিস্তানিরা সেখান থেকে নাম্বার সংগ্রহ করে মোক্তারের স্বজনদের সাথে যোগাযোগ করেন।
নিহত মোক্তার ৪ ছেলে ও ১ মেয়ের জনক। তিনি সর্বশেষ ৪ জুলাই বাড়ি থেকে সৌদিতে গিয়েছিলেন। যাওয়ার পূর্বে সৌদিতে মৃত্যু হলে সেখানেই তাকে দাফনের ওসিয়ত করে গিয়েছিলেন। ওসিয়ত অনুসারে মদীনাতেই তার দেহাবশেষ দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
প্রতিবেদক: শিমুল হাছান, ৯ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur