চাঁঁদপুর কচুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কামন্ডার আলহাজ্ব জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, সাবেক সভাপতি আলমগীর তালুকদার, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার প্রমুখ।
একই দিন সকালে সামাজিক সংগঠন আলোর মশালের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কচুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে র্যালী বের করা হয়।
এসময় সংগঠনের সভাপতি আবু সায়েম মৃধা, উপদেষ্টা আবুল কালামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
১৪ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur