Home / আন্তর্জাতিক / সৌদিতে প্রথমবার নিয়োগ পেল নারী অ্যাটেনডেন্ট
নারী অ্যাটেনডেন্ট
তারা প্রথম ধাপে জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে কাজ শুরু করবেন

সৌদিতে প্রথমবার নিয়োগ পেল নারী অ্যাটেনডেন্ট

প্রথমবারের মতো উড়োজাহাজে নারী ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়োগ দিয়েছে সৌদি আরব। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের বরাত দিয়ে এ খবর দিয়েছে সৌদি গেজেট।

সেখানে বলা হয়, সম্প্রতি ৫০ জন এয়ার হোস্টেস নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত নারীরা দুই মাসের প্রশিক্ষণ শেষে কাজে যোগ দেবেন। তারা প্রথম ধাপে জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে কাজ শুরু করবেন।

গত জানুয়ারিতে সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এক বিবৃতিতে জানিয়েছিল, ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে।

সৌদি এয়ারলাইনস জানিয়েছিল, নারীকর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

সৌদি এয়ারলাইনসের চাহিদা অনুযায়ী ওজন ও উচ্চতা হতে হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সম্প্রতি জাতীয় বিমান সংস্থায় শতভাগ সৌদি কো-পাইলট নিয়োগ উদ্‌যাপন করেছেন দেশটি।

আর্ন্তজাতিক ডেস্ক, ৩১ ডিসেম্বর,২০২০;