Home / উপজেলা সংবাদ / কচুয়া / সৌদিতে নিহত কচুয়ার সুমনের লাশ দেশে আনতে সহযোগিতা চান পরিবার
Sumon

সৌদিতে নিহত কচুয়ার সুমনের লাশ দেশে আনতে সহযোগিতা চান পরিবার

সৌদি আরবে কনস্ট্রাকশন নির্মাণাধীন ভবন থেকে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন চাঁদপুরের কচুয়ার দক্ষিন সেঙ্গুয়া গ্রামের মৃত:আব্দুল মান্নান মোল্লার ছেলে সুমন মোল্লা (২৪)।

১২ ডিসেম্বর সে নিহত হলেও টানা ৯ দিন পেরিয়ে গেলেও অর্থাভাবে ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে তার লাশ দেশে পারেনি অসহায় পরিবার। বর্তমানে তার লাশ সৌদির একটি হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে বলে পরিবার দাবি করছে।

যুবক সুমন মোল্লা মা মমেনা বেগম জানান,সৌদি আরবের রাবেক থেকে ছেলের লাশ দেশে আনতে হলে অনেক হয়রানি ও কাগজপত্র প্রয়োজন। তবে সন্তানের শেষ মুখ শেষ বারের মতো দেখতে সরকারের দূতাবাস ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চেয়েছেন তিনি।

জানা গেছে, যুবক সুমন মোল্লা সৌদি প্রায় ৩ বছর ধরে নির্মাণ শ্রমিকের কাজ করলেও সে পরিবারের কাছে কোনো টাকা পাঠাতে পারেননি। এরই মধ্যে সুমন মোল্লা ভবন নির্মান কাজ করতে গিয়ে পড়ে দুর্ঘটনায় নিহত হয়।

তার স্বজনরা জানান, সুমন মোল্লা সরল মনের মানুষ ছিলেন। আমরা তার লাশ দেশে ফিরে আনতে সরকার ও দূতাবাসের নিকট আবেদন করছি। এদিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনদের মাঝে শোকের মাতম ও লাশ দেশে আনার অপেক্ষার প্রহন গুনছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু