Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / সৌদিতে নিহত আবদুল মালেকের বাড়িতে শোকের মাতম
সৌদিতে নিহত আবদুল মালেকের বাড়িতে শোকের মাতম

সৌদিতে নিহত আবদুল মালেকের বাড়িতে শোকের মাতম

সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘনায় নিহত  শাহরাস্তি উপজেলার আব্দুল মালেকের (৩৮) এর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

তার পিতা মৃত- খলিলুর রহমান শাহরাস্তি পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের নাওড়া গ্রামের মুপতি বাড়ি। বর্তমানে তার স্ত্রী , ২ কন্যা , ১ ছেলে রয়েছে।

মৃত্যুর সংবাদে পেয়ে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পরিবারের সদস্যরা জানান , আগামী ঈদ-উল-আজহা উপলক্ষে সে দেশে আসার কথা রয়েছিল। কিন্তু সে লাশ হয়ে দেশে ফিরছে।

প্রসঙ্গত গত ৮ জুলাই বাংলাদেশ সময় রাত দেড় টায় । সে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয় বলে নিহতের পরিবার জানায়। আব্দুল মালেক ২০০৪ সাল থেকে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছে।

শাহরাস্তির আবদুল মালেক সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত (আগের সংবাদ লিংক)

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Mahbub.jpg” ] প্রতিবেদক- মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট [/author]

Leave a Reply