চাঁদপুর

‘নৌকায় ভোট দিলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী ও দেশের উন্নয়ন হবে’

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সাংসদ ডাঃ দীপু মনি বলেছেন, গ্রামাঞ্চলের নারীদের এখন আর চিকিৎসার জন্য কষ্ট করতে হয় না। হাত বাড়ালেই চিকিৎসা সেবা পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিক চালু থাকার কারণে তারা এ সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে। খুব সহজেই চিকিৎসকের কাছে তাদের সমস্যার কথা বলতে পারেন। নৌকায় ভোট দিলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন এবং দেশেরও উন্নয়ন হবে।।

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ, অপসাংস্কৃতি প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচী ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধামন্ত্রীর হাত ধরে দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে চলছে। বছরের প্রথমে আপনাদের সন্তানরা বই পাচ্ছে। এখন আর কেউ না খেয়ে মরে না। দেশে কোন খাদ্যের ঘাটতি নেই। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূর্বের ন্যয় আবারও আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। নৌকা উন্নয়নের প্রতীক।’

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী ও ইউনিয়নের চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী।

এর পূর্বে দীপু মনি এমপি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কর্দিপাঁচগাঁও পন্ডিত বাড়ী থেকে লোদেরগাঁও সড়কের ভিত্তি প্রস্তুর স্থাপন, ঘোষেরহাট থেকে মাষ্টার বাজার সড়কের উন্নয়ন কাজ এবং জিলানী চিশতী কলেজ ও উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবন এর উদ্বোধন করেন।

স্টাফ করেসপন্ডেন্ট

Share