Home / ইসলাম / সৌদিতে কোরআনের ৭০ হাজার নকল কপি জব্দ
সৌদিতে কোরআনের ৭০ হাজার নকল কপি জব্দ

সৌদিতে কোরআনের ৭০ হাজার নকল কপি জব্দ

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৩:২৭ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০১৫,  মঙ্গলবার

সৌদি আরবে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন বিকৃত করে হাজিদের মাঝে বিতরণের চেষ্টা নস্যাত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার কোরআনের অন্তত ৭০ হাজার নকল কপি জব্দ করা হয়। খবর আল আরাবিয়া নিউজের।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রাকে করে ওই কপিগুলো হাজিদের মাঝে বিতরণের জন্য নিয়ে যাওয়ার সময় এগুলো জব্দ করা হয়। মক্কা শহরের আল জামুন গ্রামের কাছে ট্রাকটি থামানো হয়।

পরে ওই ট্রাকটি থেকে পবিত্র কোরআনের ৭০ হাজার নকল কপি জব্দ করা হয়েছে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫