মক্কা ব্যতীত সৌদি আরবের সমস্ত শহরের বাসিন্দারা সকাল ৯ টা থেকে ৫ টা অবধি বাইরে যেতে পারবেন । রমজান মাসের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ থেকে এই নিদের্শনা কার্যকর হবে। সৌদি বাদশাহ সামলান বিন আব্দুল আজিজ এর নির্দেশে এই রাজকীয় ফরমান জারি করা হয়েছে।
সৌদি আরব ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত শপিংমল,পাইকারি ও খুচরা দোকান খোলার অনুমতি দেয়া হয়েছে।
কারখানা এবং কন্ট্রাক্টিং কোম্পানি তাদের সময়মতো নিষেধাজ্ঞা ছাড়াই তাদের কার্যক্রমে ফিরে আসতে পারবে।
স্বাস্থ্য মন্ত্রনালয় এবং কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নির্দেশনা, সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ভিত্তিতে অর্থনৈতিক, বাণিজ্যিক ও শিল্প কল কারখানার কার্যক্রম পরিচালনা করতে হবে। কতৃপক্ষ সবসময় করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।
প্রতিবেদক: সাগর চৌধুরী,২৬ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur