Home / আন্তর্জাতিক / সৌদিতে করোনারোধে অ্যাপের ব্যবহার
করোনারোধে

সৌদিতে করোনারোধে অ্যাপের ব্যবহার

সৌদি আরবে করোনারোধে অ্যাপের সাহায্যে ব্যবহারকারীকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করবে অ্যাপ। সৌদি সরকার অনুমোদিত ‘তাওয়াক্কালনা’ অ্যাপটি এখন থেকে ব্যবহারকারীসহ অন্যদেরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পাওয়া যাবে।

সৌদি আরবের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মাদ আল আবদ আল আলি। গত এপ্রিল মাসে করোনার ঝুঁকিতে পড়া বা আক্রান্তদের চিহ্নিত করতে অ্যাপটির ব্যবহার শুরু করে সৌদি সরকার।

গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়েল মুখপাত্র ডা. মুহাম্মাদ আল আবদ আল আলি ঘোষণা দেন যে এখন থেকে অ্যাপটি করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে ব্যবহারকারীকে সতর্ক করবে।

বর্তমানের অ্যাপটির নিয়ম অনুযায়ী ৫০জনের অধিক জনসমাগম হলে ব্যবহারকারীকে সকর্ত সংকেত দেবে। তাছাড়া যেকোনো অনুষ্ঠান বা জনসমাগমে উপস্থিত লোকদের স্বাস্থ্য বিষয়ক সেবাও নিশ্চিত করবে অ্যাপটি।

স্বাস্থ্য মন্ত্রণালয়েল মুখপাত্র ডা. আল আলি বলেন, সৌদিতে গতকাল বুধবার করোনায় নতুনকরে আক্রান্ত হন ৭৭৫ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩২ লাখ তিন হাজার ১২জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯ লাখ ৮৯ হাজার ৬৬ জন। বর্তমানে করোনায় আক্রান্ত আছেন ১৯ হাজার ৮৮১ জন। এদের মধ্যে এক হাজার ৩৮৬জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র : আারব নিউজ

বার্তাকক্ষ, ১০ সেপ্টেম্বর ২০২০;
কে. এইচ