Home / আন্তর্জাতিক / সৌদিতে করোনাভাইরাস রুখতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
SOUDI-ARAB
ফাইল ছবি

সৌদিতে করোনাভাইরাস রুখতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

করোনাভাইরাস রুখতে জারিকৃত কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে সৌদি আরব। প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে (রিয়াদ,জেদ্দা, মক্কা ও মদীনা শহরে প্রতিদিন বিকাল ৩ টা থেকে) পরদিন সকাল ৬ টা পর্যন্ত জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

গত ২৩ মার্চ ২১ দিনের জন্য এ কারফিউ জারি করা হয়। তবে ২৯ মার্চ আরেক নির্দেশনায় এ মেয়াদ অনির্দিষ্টকালের জন্য করা হয়।

এ সময়ে রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদীনা শহর থেকে বের হওয়া এবং অন্য কোন এলাকা থেকে এসব শহরে প্রবেশ নিষিদ্ধের নির্দেশনাও বলবত রয়েছে।

এর আগে গত ২৩ মার্চ বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনাভাইরাস রুখতে দেশজুড়ে কারফিউ জারি করে সৌদি আরব। করোনা রোগী বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সে সময় সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে। তবে চিকিৎসাসহ জরুরি সেবা এ বিধিনিষেধের বাইরে থাকবে।

বার্তা কক্ষ ,৩১ মার্চ ২০২০