Home / চাঁদপুর / চাঁদপুরে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতারের পুরস্কার বিতরণ
IMG_20180913_205828

চাঁদপুরে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতারের পুরস্কার বিতরণ

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় জেলা স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির অায়োজনে “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যে অায়োজিত ৪৭তম গ্রীষ্মকালিন ফুটবল,হ্যান্ডবল,কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা-২০১৮ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অাউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাস মো. মাজেদুর রহমান খান।

বক্তব্যে তিনি বলেন, খেলার মাধ্যমে ভালো মানুষ মন্দ মানুষ প্রদর্শন হয়।খেলায় জেতাটাই সবচেয়ে বড় অংশ নয় বরং সঠিক নেতৃত্বে নিজেকে সহনশীল ও ভদ্রতা বজায় রেখে খেলা শেষ করাটাই বড় অংশ। মানুষকে জাগিয়ে তুলতে খেলোয়াড়রাও এক রকমের কবি। এই খেলার মাধ্যমে তারা নিজেদের ঘুমন্ত প্রতিভাকে জাগিয়ে তোলে। অন্যদের প্রতি সহমর্মি, ভাতৃত্ববোধ ও ভালোবাসা এ খেলার মাধ্যমেই মানুষের মনে জন্ম নেয়।’

তাই চাঁদপুরের বেশি বেশি করে তরুণ সমাজকে খেলার অাগ্রহ সৃষ্টি করে খেলার প্রতি সম্পৃক্ততা বাড়াতে সকলকে এগিয়ে অাসতে হবে।

জেলা শিক্ষা কার্যালয়ের গবেষণা বিষয়ক কর্মকর্তা মোঃ মাসুদুল অালম ভূঁইয়ার পরিচালনায় এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, অাক্কাস অালী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, ফরিদগঞ্জ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া, হাসানঅালী সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, মাতৃপীঠ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, গণি অাদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ অাব্বাস উদ্দিন, সদর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক, মধুসূদন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষিকা সুমিত্রা রানী সরকার, সহকারী শিক্ষিকা শামসুন্নাহার প্রমুখ।

প্রতিবেদক- শরীফুল ইসলাম