মতলব দক্ষিণ

মতলবে সিলিন্ডার বিস্ফোরণে ১০ বসতঘর পুড়ে ছাই

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ আধারা গ্রামের প্রধানিয়া বাড়ীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে ৭ পরিবারের ১০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, আধারা গ্রামের মোখলেছুর রহমান প্রধানের বসত ঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় তা বিষ্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী ফজলুর রহমান প্রধান ও তার মায়ের ঘর, রোকেয়া বেগম, হাফেজ প্রধানসহ ৭টি পরিবারের ১০টি বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজনের প্রায় দুইঘন্টা চেষ্টার ফলে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

আগুনে পুড়ে যাওয়া ঘর মালিক হাফেজ প্রধানসহ অন্যান্য পরিবারের লোকজন বলেন, ‘পড়নের কাপড় ছাড়া কোনো কিছুই আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা তাদের। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাতেই উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থন পরিদর্শন করেন।’

ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘স্থানীয় লোকজন শ্যালো মেশিন দিয়ে আগুন নিভানো চেষ্টা করেও কিছুই রক্ষা করতে পারেনি। আগুন নিভাতে গিয়ে প্রায় ১০/১২ জন কমবেশি আহত হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারদেরকে শান্তনা দেন। এছাড়া ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও খাবার সামগ্রি বিতরন করা হয় এবং তাদের পুনর্বাসনের জন্য ৫ বান্ডেল ডেউটিন প্রদানের আশ্বাস দেন।’

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
সেপেটম্বর ৩০, ২০১৮

Share