Home / আন্তর্জাতিক / সৌদিতে আকামার মেয়াদ তিন মাস বাড়লো
সৌদি মন্ত্রণালয়

সৌদিতে আকামার মেয়াদ তিন মাস বাড়লো

সৌদি আরবে অবস্থানরত ও ছুটিতে থাকা প্রবাসীদের বিনা খরচে আকামার মেয়াদ তিন মাস বাড়ালেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। রোববার ৫ জুলাই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে সৌদি গেজেট।

প্রবাসীসহ সৌদিতে প্রবেশ-বহির্গমনের নিষেধাজ্ঞার সময় যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের আকামার মেয়াদও বিনা খরচে তিন মাস বাড়ানো হবে বলেও জানা গেছে। সেখানে অবস্থানরত যেসব প্রবাসীর জন্য এক্সিট ও রিএন্ট্রি ভিসা ইস্যু করা হয়েছিল কিন্তু লকডাউনের কারণে সেটি ব্যবহার করতে পারেননি তারাও এ সুবিধা পাবেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা সংকটে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষতি কাটাতে সরকারের নেয়া চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই বিনা খরচে আকামা সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান।

বার্তা কক্ষ , ৯ জুলাই ২০২০