বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর জেলা ও সদরসহ বিভিন্ন উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির লাইব্রেরিয়ানরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই একটি জাতির মেধা, মনন ও মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম। একটি আলোকিত সমাজ গড়তে বইয়ের বিকল্প নেই। তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগেও বইয়ের গুরুত্ব কমেনি, বরং সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে প্রকাশনা ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব।
তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকাশক ও বিক্রেতারা যদি নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন, তাহলে এই শিল্প আরও এগিয়ে যাবে। এ সময় তিনি নির্দেশনামূলক বক্তব্য দিয়ে বলেন, যারা এখনো সৌজন্য কপি ও নকল বই বিক্রয়ের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের এসব কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান।
তিনি বলেন, আমি আপনাদের বলি, সৌজন্য কপি ও নকল বই বিক্রি বন্ধ করলেই আমরা সবাই আরও শক্তিশালী হয়ে একসঙ্গে কাজ করতে পারবো। এতে প্রকাশনা শিল্পের সুনাম অক্ষুণ্ন থাকবে এবং পাঠকদের আস্থা বাড়বে।
তিনি আরও বলেন, পাঠক সৃষ্টি ছাড়া প্রকাশনা শিল্প টেকসই হতে পারে না। এজন্য বইমেলা, পাঠচক্রসহ পাঠাভ্যাস বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি জেলা শাখাগুলোর পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক- শরীফ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. আলমগীর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও নীতিমালা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও পরিচালক রতন চন্দ্র পাল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও বইমেলা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও পরিচালক মো. মনিরুজ্জামান খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও হিসাব-নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও পরিচালক এম আনোয়ারুল ইসলাম স্বপন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও হিসাব নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব মো. নকিব উদ্দীন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক মো. আব্দুল হান্নান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক মো. তৌহিদ উদ্দীন, জেলা শাখার, সাধারণ সম্পাদক- জাকির হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন খান, সাবেক সভাপতি- এম এ আজিজ, প্রবীণ ব্যাবসায়ী- বিশু কুমার শংকর, সহ- সভাপতি- শাহ আলম।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চাঁদপুর জেলা শাখার, সভাপতি- এস এম মোরশেদ সেলিমের সভাপতিত্বে:- অনুষ্ঠিত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে চাঁদপুর জেলা ও উপজেলা কমিটির লাইব্রেরিয়ানদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৩ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur