শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড সুন্দরী সোনম কাপুর। জানা গেছে, সোনমের রক্তে সোয়াইন ফ্লু-র ভাইরাস ধরা পড়েছে। আপাতত গুজরাটের রাজকোটের স্টার্লিং হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯ বছর বয়সী এই নায়িকা।
আপকামিং প্রেম রতন ধন পায়ো সিনেমার শুটিংয়ের জন্য গুজরাটে এসেছিলেন সোনম। মুম্বাই থেকে থেকে গুজরাট রওনা হওয়ার সময়েই প্রবল জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত ছিলেন সোনম। শুটিংয়ের মধ্যে তা আরও বাড়লে, হাসপাতালে ভর্তি হোন তিনি।
রাজকোট জেলার কালেক্টর মনীষা চন্দ্র বলেন, সম্ভবত মুম্বাইয়ে তার ফিজিকাল ট্রেনারের থেকেই সোয়াইন ফ্লু-র জীবাণু সোনমের শরীরে সংক্রামিত হয়েছে। এখানে আসার পর থেকেই সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা যায় তার মধ্যে। সোনমের চিকিত্সা করছেন যে চিকিত্সক,
সেই ডা. চিরাগ মাতরাভাদিয়া জানান, সোনমকে পৃথক কেবিনে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার মা সুনীতা রাজকোটে এসেছেন। তিনি সোনমকে মুম্বাইয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারেন।
প্রসঙ্গত, গত মাসেও সোনম শ্বাসকষ্টের সংক্রমণের সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বিনোদন ডেস্ক: আপডেট: ০৫:২৭ পিএম, ৭ অক্টোবর ২০১৫, বুধবার
ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur