অনিয়ন্ত্রিত সোস্যাল মিডিয়া ব্যবহারের ক্ষতিকর প্রভাবএবং সামাজিক অবক্ষয়রোধে হাইমচর উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদেরকে দেশের প্রচলিত আইন-কানুন ও মূল্যবোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধি মুলক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন কালে প্রধান অতিথি হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী বলেন, সোস্যাল মিডিয়া যাতে মানুষের কল্যান কাজে লাগে সে ভাবে ব্যবহার করতে হবে।
তিনি আরো বলেন সমাজে মানুষ যাতে এমন কোন কিছু সোস্যাল মিডিয়া আনা যাবে না যাতে নিজের হাতে আইন তুলে নিবেন না। অন্যকে ভাল রাখার জন্য আমাদেরকে কাজ করতে।
১৭ জানুয়ারি সোমবার হাইমচরে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ তদন্ত সুব্রত কুমার, হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শেখ মোঃ হারুনুর রশীদ হীরা।
প্রতিবেদদক: মোঃ ইসমাইল, ১৭ জানুয়ারি ২০২২