Home / চাঁদপুর / চাঁদপুরে সোমবারও থাকবে বৃষ্টি
চাঁদপুরে সোমবারও থাকবে বৃষ্টি

চাঁদপুরে সোমবারও থাকবে বৃষ্টি

নিম্নচাপ কেটে গেছে, মেঘাচ্ছন্ন আকাশও পরিষ্কার হবে সোমবার থেকে। চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর ছাড়া সর্বত্র মেঘমুক্ত আবহাওয়া থাকতে পারে, বৃষ্টির প্রবণতাও কমবে বলে আভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, চলতি ডিসেম্বর মাসের শেষার্ধে গিয়ে দেশের অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এ সময় শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গত দুদিন শীত বেশি অনুভূত হয়েছে। তবে কয়েকদিন পর থেকে রাতে শীতের তীব্রতা বাড়বে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চাঁদপুরে, ৬২ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ হিসাবে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়া বার্তা
: আপডেট, বাংলাদেশ সময় ৮ : ৩০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭, রোববার
এইউ