সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা বি- ৬৪৬ (সিবিএ)।
মঙ্গলবার (২ ডিসেম্বর)” বাদ আছর চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় সোনালী ব্যাংক কার্যালয়ে সংগঠনটি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দেশের শান্তি, গণতন্ত্রের বিকাশ এবং খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন মাওলানা আবদুল হান্নান।
সিবিএ চাঁদপুর জেলা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি চাঁদপুর শাখা প্রধান মোহাম্মদ মেহেদী হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভূইয়া।
এ সময় সোনালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: অপু চৌধুরী/
২ ডিসেম্বর ২০২৫