Home / জাতীয় / রাজনীতি / ‘সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকার দায়ী’

‘সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকার দায়ী’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি কাজের জন্য আমরা সরকারি ব্যাংকগুলোকে চাপাচাপি করি, সোনালী ব্যাংক এদের মধ্যে সবার আগে। সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকার দায়ী।

শনিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) সোনালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সোনালী ব্যাংককে ঘুরে দাঁড়ানোর জন্য ঋণ বিতরণের আগে ভালোভাবে প্রকল্প বিশ্লেষণ ও গ্রাহকের কেওয়াইসি (নো ইউর কাস্টমার) ফর্ম ভালোভাবে চেক করতে হবে।

এসময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসু রহমান, ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল ও এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বক্তব্য রাখেন।

(বিডি-প্রতিদিন)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ পি.এম, ০৩ ফেব্রুয়ারি২০১৮,শনিবার।
এএস