চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান বলেছন ‘এই সুন্দর বাংলাদেশে সুন্দর পরিবেশে সকলকে ভালোভাবে বসবাস করতে হলে পলিথিনকে পরিহার করে পাটের পণ্য ব্যবহার করতে হবে।
রোববার (৩ মার্চ) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আগামি ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপনে প্রস্তুতিসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ভালোভাবে বাঁচতে হলে আমাদের সকলের সচেতন হতে হবে। দেশের স্বার্থে পাট পণ্য ব্যবহার করতে হবে। এছাড়া আমরা দেখতে পেরেছি, নদীতে চলাচল করা বিভিন্ন লঞ্চগুলোর থেকেও এই পলিথিন বা প্লাস্টিকের পণ্য ফেলে নদী সম্পদ নষ্ট করা হচ্ছে। এই বিষয়ে আমাদের সকলের আন্তরিক হতে হবে।
আগামী ৬ মার্চ সারাদেশের ন্যায় চাঁদপুরেও দিবসটি পালন করা হবে। অনুষ্ঠান সফল করার জন্য যার অবস্থানে কাজ করে যান।
দিবসের সকাল সাড়ে ১০ টায় শহরের ইলিশ চত্ত্বরে র্যালি অনুষ্ঠিত হবে । র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা হবে।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিলে পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওচমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শহিদ পাটওয়ারী, পাট মন্ত্রণনালয়ের উপ-পরিচালক চাঁদপুর মোঃ আঃ রশিদ, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান, চাঁদপুর গোয়েন্দা পুলিশ ইনচার্জ মোঃ নুর হোসেন মামুন,
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আকতার, মৎস্য কর্মকর্তা বলাই চন্দ্র ভৌমিক, চাঁদপুর জেলা রাইস মিল মালিক সমিতির আহবায়ক মোঃ আবদুর রহিম সরকার, সাবেক সভাপতি পরেশ চন্দ্র মালাকার, চাউল ব্যবসায়ীক সমিতির সভাপতি হাজী কাশেম, সাধারণ সম্পাদক হাজী নাজমুল আলম, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ শেখ সাদী, সহকারী জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মোঃ শাহনেওয়াজ হোসেন, পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইসমাইল, মোঃ সাইফুল আলম প্রমুখ
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা ,ব্যাংকের কর্মকর্তা জুট মিল প্রতিনিধিবৃন্দ।
প্রতিবেদক- আনোয়ারুল হক
৩ মার্চ, ২০১৯