কচুয়া

‘সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে’

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার ও কুমিল্লার চান্দিনা আসনের সাংসদ অধ্যাপক আলী আশরাফ বলেছেন,‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশকে এগিয়ে নিচ্ছে।’

তিনি শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে কচুয়ার ঐতিহ্যবাহী রাগদৈল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬২ তম বার্ষিক সাংস্কৃতিক,পুরস্কার বিতরণ, বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ও আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘কচুয়া আমার পার্শ্ববর্তী এলাকা। আজ দেশের অন্যতম বিল ঘোরগার বিলে সাধারণ মানুষের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতে এসে এ এলাকার অনেক স্মৃতি ভেসে আসছে। এ বিলটির দক্ষিণ কর্নারেই আমার জন্মস্থান বাড়ি। এ বিলের চারপাশ বেরিবাধ নির্মান ও গ্রামবাসির ভাগ্যনোœয়নে সকল প্রকার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানের সভাপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, ‘আমি আপনাদের একজন জনপ্রতিনিধি হিসেবে এ কচুয়ায় সরকারের মন্ত্রী,প্রতিমন্ত্রী ও এমপি থাকাকালীন কচুয়াকে দেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তরের চেষ্টা করেছি। ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।’

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জি.মো. জহিরুল ইসলাম প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, যুগ্মÑসম্পাদক মো. শাহজাহান, চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, সুহিলপুর ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন।

এসময় জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম মজুমদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, রাগদৈল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মজুমদার, প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

একই দিনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি রাগদৈল-বায়েক-জয়নগর সড়ক সংস্কার কাজ ভিত্তি প্রস্তর স্থাপন, রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন, ঘোড়গার বিলে বিদ্যুাতায়ন উদ্বোধন ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এদিকে কচুয়া পৌরসভার অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল ও কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপনের অর্থয়ানে ৯ টি ওয়ার্ডে ১ হাজার কম্বল বিতরণ করা হয়।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ

Share