চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর মেয়র মো. মাহফুজুল হক বলেছেন, ‘২০১৯ সালে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে তিন বারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো বিপুল ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা নিয়ে কাউকে চিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের গুটি কয়েক হাইব্রিড নেতার কারণে আ’লীগ তালুবন্দি হয়ে আছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি দ্রুত পদত্যাগ করুন। তা না হলে আ’লীগের ত্যাগী পরীক্ষিত কর্মী-সমর্থকরা আপনাদের প্রতিহত করবে।
মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ পৌরসভা হলরুমে ফরিদগঞ্জ পৌর আ’লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন দিদারের সভািেপত্ব ও ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হাবীবুর রহমান নান্নুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম রিপন, প্যানেল মেয়র খলিলুর, মোহাম্মদ হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ওহিদুর রহমান পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আ. রহিম পাটওয়ারী, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ওহাব তপদার, পৌর আ’লীগের দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক রবি কৃষ্ণ, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন রিমন, পৌর স্বেচ্চাসেবক লীগের স্বপন, আরিফ হোসেন, সাজ্জাদ হোসেন টিটু, কাউছার গাজী, জহিরুল ইসলাম বাবু, সাগর, জহির পলোয়ানসহ উপজেলা কৃষক লীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌরসভা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পৌর সদরে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ৪: ১৩ এএম, ০৮ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ