চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় দিবস উপলক্ষ্যে শহরের মাতৃপীঠ সরকারি বালিাক উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
সংগঠনের জেলা শাখার সভাপতি ড. কাজী হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, মো. আলমগীর হায়দার ভূঁইয়া, সদস্য মো. ইসমাইল হোসেন প্রধানিয়া, সাঁতারু মো. সানাউল্লাহ খান, রোটারিয়ান মিজানুর রহমান খান ও মাওলানা মুফতি কেফায়েত উল্যাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, সোনার বাংলা গড়তে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। গত ১০ বছরের তুলনায় সরকার দুর্নীতি অনেকাংশ কমিয়ে এনেছে। দুর্নীতি প্রতিরোধ করতে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। তাহলে আমরা মূল লক্ষ্য-উদ্দেশ্যে পৌঁছতে পারবো।
স্পেশাল করেসপন্ডেন্ট || আপডেট: ০৩:৪৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর