ফরিদগঞ্জ

‘সোনার বাংলার অর্থ হচ্ছে সমৃদ্ধশালী বাংলাদেশ’

আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, সোনার বাংলার অর্থ হচ্ছে সমৃদ্ধশালী বাংলাদেশ।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সোনার বংলা গড়ার কাজে এখন ব্যস্ত। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, সোনার বাংলা গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

শনিবার (৬ মে) বিকালে রূপসা (উ.) ইউনিয়নের বদিউজ্জামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪টি গ্রামে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.শামছুল হক ভূঁইয়া এমপি এসব কথা বলেন।

পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নের গাব্দের গাঁও, ঘোড়াশালা, ভাটেরহ্রদ ও কুতুবপুর গ্রামে ৭.৭৪ কি. মি. এলাকায় ৪’শ ২৫ জন গ্রাহকের মাঝে সরকারি অর্থায়নের ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে এ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, পল্লী বিদ্যুতের ডিজিএম শহীদ উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ইউপি চেয়ারম্যান ও আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক ফারুকী, পল্লী বিদ্যুতের পরিচালক মো.আলিমে আজম রেজা, যুগ্ম -সাধারণ সম্পাদক মো.আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহম্মেদ রিপন, যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম-সম্পাদক হাজী সফিকুর রহমান, মহিউদ্দিন ইরান, ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহুাগ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান গাজীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পারভেজ পাটওয়ারী, মাহবুবুর রহমান গাজী, মো.শফিকুর রহমান,মো.দেলোয়ার হোসেন পাল,মো.খোরশেদ আলম, ইউনিয়ন যুবলীগ নেতা মো.আজাদসহ নতুন বিদ্যুৎ সংযোগপ্রাপ্ত গ্রাহক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৯: ২০ পিএম, ৬ মে ২০১৭, শনিবার
ডিএইচ

Share