নিজ বসতবাড়ির মাটির নিচেই আছে আস্ত সোনার কলস । সেই সোনার কলস এনে দেয়ার প্রলোভনে রাজশাহীর চারঘাটের এক নারীর কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন জিনের বাদশা সুমন রায়হান ওরফে সেলিম রেজা (৩৫)।
শুক্রবার রাতে উপজেলার বড়বালাদিয়াড় এলাকা থেকে অভিযুক্ত সুমন রায়হান ও তার স্ত্রী মমতাজ বেগমকে (৩৪) গ্রেফতার করে পুলিশ।
সুমন রায়হান জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার মৃত ঈমান আলীর ছেলে। বড়বালাদিয়াড় এলাকার আমির হোসেনের মেয়ে মমতাজকে বিয়ে করে ওই গ্রামেই বসবাস করছিলেন।
প্রতিবেশী নারী সবুর জানের কাছে প্রতারণা করে এক লাখ চার হাজার টাকা হাতিয়ে নেন এ দম্পতি। প্রতারণার মামলায় শনিবার দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় থানা পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার ওই দম্পতি প্রতিবেশী সবুর জানকে বুঝিয়ে ছিলেন তার বাড়ির মাটির নিচে একটি সোনার কলস আছে। প্রতারক সুমন রায়হান জ্বীন হাজির করে সেই কলস উত্তোলন করে দেবেন। এজন্য পীরের মাজারে টাকা দিতে হবে। সরল বিশ্বাসে সবুর জান ওই দম্পতিকে কয়েক দফায় এক লাখ চার হাজার টাকা প্রদান করেন।
এরপর নানান টালবাহানা শুরু করেন সুমন ও তার স্ত্রী। প্রতারণা টের পেয়ে ওই নারী বিষয়টি প্রতিবেশীদের জানান। খবর পেয়ে ওই দম্পতিকে ধরে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।’
বার্তা কক্ষ, ২০ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur