সৈয়দ আশরাফের সভায় যুবলীগ ছাত্রলীগের উত্তেজনাকর পরিস্থিতি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভায় যুবলীগ ছাত্রলীগের তুমুল হৈ চৈ এর মধ্য দিয়ে শেষ হয়েছে।

রোববার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বেশ ক’দিন যাবত আলোচনা হচ্ছিল অনুষ্ঠানে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগকে কোনও বক্তব্য দিতে দেয়া হবে না। যুক্তরাজ্য আওয়ামী লীগের এক যুগ্ম সম্পাদকদের অনুগত যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা অনুষ্ঠানের শুরু থেকেই ছিল বেশ উত্তেজিত।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভার এক পর্যায়ে বলা হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতা ছাড়া অন্য কোন অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে বক্তব্য প্রদানের সুযোগ দেয়া হবে। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে যুবলীগ-ছাত্রলীগ।

এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সহদপ্তর খসরুজ্জামান খসরুকে প্রদানে আহবান জানালে তার বক্তব্যের সময় ব্যাপক হৈচৈ করে যুবলীগ-ছাত্রলীগ। তারা একমাত্র সৈয়দ আশরাফ ছাড়া কাউকে বক্তব্য প্রদানের আপত্তি জানায়।

বেশ কিছুক্ষণের হৈচৈ ও উত্তেজনাকর পরিস্থিতি শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুজ্জামান ভূঁইয়া, আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রবীন রাজনীতিবিদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভায় হৈচৈ এর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নেতাকর্মীরা। চলতে থাকে তীব্র আলোচনা সমালোচনা।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক ||আপডেট: ১২:৫৮ পিএম,১২ অক্টোবর ২০১৫, মঙ্গলবার

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share