মতলবে আবারও চালু হলো মিঠা পানির সৈকত

চাঁদপুর মতলব উত্তরে আবারও চালু হলো বেসরকারিভাবে নির্মিত মিঠা পানির মিনি সৈকত খ্যাত ‘মোহনপুর পর্যটন’। ২০২৩ সালের ১২ ডিসেম্বর থেকে পর্যটনটি কার্যক্রম চালু হলেও চলতি বছর ফেব্রুয়ারি মাসে অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েও পাওয়া যায়নি। এদিকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মোহনপুর পর্যটনটি পুনরায় নির্মাণ করে চালুর সিদ্ধান্ত নেয় পর্যটন কেন্দ্রের উদ্যোক্তারা। চলতি মাস থেকে পর্যটন স্পটটি ফের চালু করা হয়েছে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা দলবেঁধে আসতে শুরু করেছেন। মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান জানান, ২০২৩ সালের ১২ ডিসেম্বর পর্যটনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু থেকে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত পর্যটক দলবেঁধে ঘুরতে আসত।

কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

চাঁদপুর টাইমস রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৪
এজি

Share