বিনোদন

সে হ্যাপিকে নায়িকা হিসেবে আবারো পাচ্ছেন দর্শকরা

আসছে নতুন বছরে নাজনীন আক্তার হ্যাপিকে নায়িকা হিসেবে পাচ্ছেন দর্শকরা। ছবির নাম ‘সত্যিকারের মানুষ’।

হ্যাপির বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক কংকন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকে। আগামী ১৭ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাবে ছবিটি।
ছবির নাম প্রথমে ‘রিয়েলম্যান’ ছিল। পরবর্তীতে তা পরিবর্তন করে রাখা হয়েছে ‘সত্যিকারের মানুষ’। এ নামেই সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে জানান নির্মাতা বদরুল আমিন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ধূমকেতু ছবি। শাকিব খানের এই ছবিতে হ্যাপি একটি আইটেম গানে অংশ নিয়েছেন।

এদিকে জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংবাদের প্রতিক্রীয়ায় হ্যাপি তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন-

‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহুু। “হ্যাপী আবার মিডিয়াতে ব্যাক করছে” এই কথাটা আসলে আমার আশেপাশের মানুষগুলো থেকে জানতে পারলাম।আর তারা জেনেছে নিউজের মাধ্যমে সুবাহানআল্লাহ! আর আমিই কিছু জানি না!আমার জানার কথাও না।কিন্তু আমাকে যারা শুধু আল্লাহর জন্যই ভালবাসেন তাদের চিন্তামুক্ত করার জন্যই মূলত এই লেখা।’

‘যারা আমাকে নিয়ে মনগড়া নিউজ চালিয়ে যাচ্ছেন তাদের জন্য বরাবরই আমার পক্ষ থেকে হেদায়েতের দোয়া থাকে।রাগ করিনা কারণ আমি জানি তাদেরকে আল্লাহ এখনো অন্ধকার থেকে আলোয় আনেননি।আল্লাহর কসম করে বলতে পারি, আমার মতো অধম বান্দাকে আল্লাহ যা দিয়েছেন তার কোনকিছু কোনদিন স্বপ্নেও দেখিনি!আল্লাহু আকবার!আসলে আল্লাহ কাউকে বুঝ না দিলে কারোরই কিছু করার নেই।এবার আসল কথায় আসি…..’

‘জাহান্নামের পথে আবার হাটাঁ শুরু করা আমার পক্ষে সম্ভব নয়।আমি এত বোকা নই যে, এমন আগুনে ঝাপ দিবো যেই আগুনের শেষ নেই,যে আগুনে অনন্তকাল পুড়তে হবে।আমি তো এখনো জানিনা আমার ঠিকানা জান্নাত হবে কিনা! মৃত্যু ছাড়া জানা সম্ভবও না।আল্লাহ মাফ করুন।’

‘আমরা যা-ই করিনা কেন,মৃত্যু আসার পূর্বে তওবা করে আল্লাহর পথে ফিরতে না পারলে সবই শেষ! ইহকাল পরকাল সব! আর কে-ই বা জানে? কখন মৃত্যুর ফেরেশতা জানটা কবজ করে নিয়ে চলে যাবেন! ভয়ংকর হবে সেই মুহূর্ত! তখন ঠিকই হুশ আসবে কিন্তু কোনোই লাভ হবে না। দুনিয়ার ফিতনা ফাসাদ করে, জুলুম নিজের উপরেই হবে।’

‘ক্ষতি তো নিজেরই আর সাথে আরও কিছু মানুষের গুনাহও নিজ কাধে নেওয়া!আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন।আমীন।’

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ০৩ : ৪০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Share