চাঁদপুর কচুয়ায় কোটা বহালের দাবিতে উপজেলা মক্তিযুদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে সোমবার(০৮ অক্টোবর) কচুয়া বিশ্বরোডেে এক ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধারা। এতে কয়েক শতাধিক মুক্তিযুদ্ধা, তাদের সন্তান, নাতী-নাতনী ও পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন।
এ সময় ৩০% কোটা বহালের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ জাবের মিয়া, মুক্তিযুদ্ধা জি.কে আলমগীর মজুমদার, দেওয়ান সিরাজুল ইসলাম মাষ্টার, মোঃ আনোয়ার সিকদার, সনতোষ চন্দ্র সেন, রত্না বেগম,ছফিউল্লাহ, সন্তান কমান্ডের সহসভাপতি ইব্রাহিম খলিল ও সাংগঠনিক সম্পাদক সুমন সিকদার প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
০৮ অক্টোবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur